News:

Daffodil International College Forum

Main Menu

মা দিবস

Started by zarkasultana, May 14, 2023, 03:54 PM

Previous topic - Next topic

zarkasultana

আজ বিশ্ব মা দিবস। সর্ব প্রথমে মা দিবসের প্রচলন হয় যুক্তরাষ্ট্রে। দিবসটি প্রচলন করেন আনা মারিয়া রিভস জর্ভিস। এই দিনে সব সন্তানেরা চিঠি লিখে মাকে ভালোবাসার কথা বলে, বিভিন্ন উপহার দেয়। মা খুশি হন।
কিন্তু 'মা' শব্দটি এই একদিনের ভালবাসা এবং উপহার দেওয়ার জন্য নয়, মা এক সর্বত্যাগী শব্দের নাম।  যিনি সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করেন। মা - যিনি সন্তানকে বছরের পর বছর কোলে নিয়ে ৮-১০ মাইল হেঁটে সন্তানকে ডিগ্রী পাস করান। মা- যিনি অস্বাভাবিক সন্তানকে বুকে আগলে যত্ন করে তার সমস্ত ভার বহন করেন ক্লান্তহীনভাবে। মা- নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার দেন আর বলেন, আমার এগুলো খেতে ভালো লাগে না অথবা আমার খিদে নেই। মা- বৃদ্ধ বয়সে সারাদিন ভিক্ষা করার পরও দিনশেষে আল্লাহকে বলে আমার সন্তানদের তুমি ভালো রেখো।
 শতকোটি সালাম জানাই সেই সব মায়েদের আর কামনা করি পৃথিবীর সব সন্তান বৃদ্ধ অসুস্থ মাকে তার সর্বোচ্চ সেবা টুকু উপহার দিক।
বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা।।